তাঁর মহানুভবতা...

রাজধানীর আসাদগেট মোড়ের ফুটপাতে জটলা। উৎসুক মানুষ কৌতূহল নিয়ে দেখছে, কেউ কেউ মোবাইলে ছবি তুলছে, অনেকেই ভিডিও করছে। ভিড় ঠেলে দেখা গেল, এক ব্যক্তি গোসল করিয়ে দিচ্ছেন স্থানীয়দের কাছে ‘পাগল’ বলে পরিচিত রুহুল আমিনকে। তাঁকে প্রায় দুই মাস আসাদগেট এলাকার ফুটপাতে দেখা যাচ্ছিল। আজ রুহুল আমিনকে ধরে নিজ হাতে চুল-দাড়ি কামিয়ে, সাবান দিয়ে গোসল করিয়ে, নতুন জামাকাপড় পরিয়ে, খাবার খাওয়ালেন সেই মানুষটি। শেষে কিছু টাকাপয়সাও দিলেন। কথা হলো সেই মানুষটির সঙ্গে। তিনি নিজের নাম জানালেন মো. আওলাদ হোসেইন। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। বললেন, নিজের মানবিকতাবোধ থেকেই শহরের এমন অবহেলিত ব্যক্তিদের দেখলে তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন। মানসিক শান্তি পেতে নিজ থেকেই তিনি এ কাজ করেন।
১ / ৬
‘পাগল’ রুহুল আমিনকে সকালে আসাদগেট এলাকায় দেখেন আওলাদ হোসেইন। তারপরই সিদ্ধান্ত নেন তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবেন। প্রথমেই নিজ হাতে তাঁর চুল-দাড়ি কামিয়ে দেন।
‘পাগল’ রুহুল আমিনকে সকালে আসাদগেট এলাকায় দেখেন আওলাদ হোসেইন। তারপরই সিদ্ধান্ত নেন তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবেন। প্রথমেই নিজ হাতে তাঁর চুল-দাড়ি কামিয়ে দেন।
২ / ৬
নিজ হাতে গোসল করিয়ে দেন রুহুল আমিনকে
নিজ হাতে গোসল করিয়ে দেন রুহুল আমিনকে
৩ / ৬
নতুন জামাকাপড়, গামছা কিনে এনে পরিয়েও দেন
নতুন জামাকাপড়, গামছা কিনে এনে পরিয়েও দেন
৪ / ৬
আওলাদ হোসেইনের এ কাজ দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁর প্রশংসা করেন
আওলাদ হোসেইনের এ কাজ দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁর প্রশংসা করেন
৫ / ৬
রুহুল আমিনকে জামা পরিয়ে দিচ্ছেন আওলাদ হোসেইন
রুহুল আমিনকে জামা পরিয়ে দিচ্ছেন আওলাদ হোসেইন
৬ / ৬
আওলাদ হোসেইন খাবার কিনে এনে খাওয়ান রুহুল আমিনকে
আওলাদ হোসেইন খাবার কিনে এনে খাওয়ান রুহুল আমিনকে