ফার্মগেটে কিশোর নিখোঁজ, থানায় জিডি

সোয়েব মাহমুদ সজীব
সোয়েব মাহমুদ সজীব

১৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোর সোয়েব মাহমুদ সজীব বাবার সঙ্গে ঢাকায় এসেছিল। ডাক্তার দেখানো শেষে বাবার সঙ্গেই ফার্মগেটে হাঁটছিল সে। বাবা মো. সিদ্দিক কিছুটা সামনে এগিয়ে গিয়েছিলেন। এরপর ভিড়ের মধ্যে সোয়েব কোথায় হারিয়ে গেল, সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না তিনি।

পুলিশে জানানো, মাইকিং করা, গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা- ছেলেকে খোঁজার কোনো চেষ্টাই বাদ রাখেননি মো. সিদ্দিক। ছেলে হারিয়ে যাওয়ার পর গত ২ ফেব্রুয়ারি তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

মো. সিদ্দিক বলেন, সোয়েব নিজের নাম ও বাবার নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। তার গায়ের রং ফরসা। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে সাদা শার্ট, নীলচে সোয়েটার এবং কালো প্যান্ট ছিল। মো. সিদ্দিকের বাড়ি ভোলায় হলেও তিনি থাকেন টাঙ্গাইলে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ছেলেটি প্রতিবন্ধী বলেই তাকে খুঁজে পেতে যা করণীয় তার চেয়ে বেশি করা হচ্ছে। সবাই চাচ্ছে ছেলেটি যাতে তার বাবার কাছে ফিরতে পারে। তবে এখন পর্যন্ত ছেলেটির কোনো হদিস পাওয়া যায়নি।