নড়াইলে চার দিনব্যাপী বাঙলা মেলা শুরু

বর্ষবরণ উপলক্ষে নড়াইলে সুলতান মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। ছবি: প্রথম আলো
বর্ষবরণ উপলক্ষে নড়াইলে সুলতান মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। ছবি: প্রথম আলো

কাকডাকা ভোরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাকে জড়ো হতে শুরু করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে। আজ রোববার সকাল সাতটা বাজার আগেই সুলতান মঞ্চ চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়। জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন সুলতান মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে উদ্বোধন করেন চার দিনব্যাপী বাঙলা মেলার।

সাড়ে সাতটায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের মুখোশ তৈরি করে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনসহ প্রথম আলো বন্ধু সভার সদস্যরা অংশগ্রহণ করেন।

শিল্পকলা একাডেমি থেকে আরও একটি শোভাযাত্রা বের হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী, দিলারা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম বক্তব্য দেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাঙালি জাতি বর্ণিল জাতি। দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় এ প্রজন্মকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবসহ নিজেদের আলোকিত জাতি হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঘুড়ি ওড়ানো, হাঁড়িভাঙা, ঘোড়দৌড়, জারিগান, কবিগান, আলপনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, লোকসংগীত, লোকনৃত্য, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, সায়ের গান, লাঠিখেলা, হাডুডু, নারীদের বালিশ বদল, লোকসংগীত প্রতিযোগিতা ইত্যাদি।