ঝড়ে ঘরের পাশের ডাল ভেঙে প্রাণ গেল বৃদ্ধের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালবৈশাখীর আঘাতে ঘরের পাশের গাছের ডাল ভেঙে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম নিমার আলী (৬০)। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন বলেন, সকালে নিমার আলী তাঁর বাড়ির উঠানে ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি আমগাছের বড় ডাল ভেঙে নিমার আলীর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহম্মদ হোসেন বলেন, ঝড়ে ডাল ভেঙে পড়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালের ঝড়ে বড়লেখায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়কের পাশের গাছ পড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন গাছ কেটে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে গাছ ও গাছের ডাল ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন স্থানের বিদ্যুৎ–সংযোগ।