চুয়াডাঙ্গায় ঝড়-শিলাবৃষ্টি, আহত ১১

ফাইল ছবি
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার রাতে শিলাবৃষ্টি ও প্রচণ্ড বেগে ঝড় হয়েছে। এতে আহত হয়েছেন ১১ জন এবং কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ও ধানসহ উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। তবে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক হিসাব জানা যায়নি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার পর শুরু হওয়া ঝড়ের স্থায়ীত্বকাল ছিল চার মিনিট। এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এ ছাড়া রাত আটটা ১৩ থেকে ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়েছে। এ সময় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঝড়ের সময় গাছের ডাল, টিনের চাল ও ডিশ লাইনের তার পড়ে ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম বলেন, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন তীব্র ভ্যাপসা গরমের পর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। চলতি বছরে ঝড়ের সর্বোচ্চ মাত্রা হিসেবে এটি রেকর্ড করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক আলী হাসান বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নেওয়া হচ্ছে।