এভেরোজে শেষ হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে শেষ হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে শেষ হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হিফজ সমাবর্তন, কিরাত প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মুহাম্মদ আখতারুজ্জামান।

মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষার্থীরা কখনোই পথভ্রষ্ট হয় না। ইসলামিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে প্রতিটি শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতা, নাটিকা, হাফিজদের সংবর্ধনার পাশাপাশি স্কুলের নানা কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৌদি আরবের বিশিষ্ট শিক্ষাবিদ সাইদ আলী আল গামধি। ব্রিটিশ কাউন্সিলের নিবন্ধনভুক্ত এভেরোজ স্কুলের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর এপিএস গাজী হাফিজুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক সেবাস্টিন পিয়ারস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কাজী মুহাম্মদ ইব্রাহীম, ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আবু বকর জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।