প্রতিরোধে আবারও কমিটি গঠনের নির্দেশ

যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবারের আদেশে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় জরুরি ভিত্তিতে এই কমিটি করতে বলা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ‌ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি নামের এক শিক্ষার্থী তাঁর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়ে মামলা করেন। নুসরাতের অভিযোগের পর অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আটক করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের নির্দেশে ওই ছাত্রীকে পুড়িয়ে মারে অধ্যক্ষের অনুসারীরা। এ ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অধিদপ্তরের সূত্রমতে নুসরাত হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নতুন করে আবারও এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।