নিজের বিয়ে ঠেকানো স্কুলছাত্রী পড়বে বিনা খরচে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের বিয়ে ঠেকানো সেই স্কুলছাত্রী এখন থেকে স্কুলে বিনা খরচে পড়াশোনা করবে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

জানতে চাইলে ইউএনও মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সাহসী ভূমিকার কারণে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সেই কিশোরী এখন থেকে বিনা মূল্যে পড়বে। সে যাতে পড়ালেখা ঠিকমতো চালিয়ে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিনা খরচে পড়ার সুযোগ পেয়ে নতুন উদ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়ার কথাও বলেছে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া মেয়েটি।

উল্লেখ্য, পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়েছে এমন কথা জানতে পেরে শনিবার সকালে সহপাঠীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানায় ষষ্ঠ শ্রেণির সেই স্কুলছাত্রী। এরপর প্রধান শিক্ষক ইউএনওকে জানালে ইউএনও তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেন।