শাক বিক্রি করে ফেরার পথে ট্রাক্টরচাপায় নিহত

বাজারে শাক বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন সলিম উদ্দিন (৬৮)। পথে বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় প্রাণ হারাতে হলো তাঁকে। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী চার রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সলিম উদ্দিন উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামের তেলিপাড়া এলাকার মৃত জসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সলিম উদ্দিন উপজেলার কারেন্টহাট বাজারে শাক বিক্রি করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক্টর কাঁকড়া নদী থেকে বালু নিয়ে শহরের দিকে আসছিল। ট্রাক্টরটি ঘুঘরাতলী মোড়ে পৌঁছালে সাইকেলটির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সলিম উদ্দিন। দুর্ঘটনার পরপর ট্রাক্টর ফেলে পালিয়ে যান চালক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থানার কাছে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে মামলা করা হবে।