কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে তরুণের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কেবি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করার দায়ে ইকবাল হোসেন (২২) নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণির নির্বাহী হাকিম ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকা।

কারাদণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা হুড়ারপাড় গ্রামের আবু জাহেরের ছেলে। দুপুরে তাঁকে কুমিল্লা জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চান্দলা স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ইকবাল কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সোমবার ইকবাল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অশালীন কথাবার্তার পর হাত ধরে টানাহেঁচড়া করেন। বাড়ির লোকজন পুলিশে খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। আজ তাঁকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফৌজিয়া ছিদ্দিকা তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। 


ফৌজিয়া ছিদ্দিকা বলেন, ইকবাল কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার কথা ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।