গুল খেয়ে শিশুর মৃত্যু!

সুনামগঞ্জ
সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গুল খেয়ে আট মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে ঘটনাটি ঘটে। তবে শিশুটি নিজেই গুল খেয়েছে নাকি কেউ শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গুল খাইয়ে দিয়েছে এমন সন্দেহ উঠলেও পরিবারটি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।

মারা যাওয়া শিশুটির নাম তোফা আক্তার। সে ওই গ্রামের দিনমজুর আল আমিনের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওধার গ্রামে আজ সকাল ১০টার দিকে শিশুটির মা রুমা আক্তার বসতঘরের চৌকির ওপর আট মাসের তোফাকে ঘুমন্ত রেখে কাজের উদ্দেশ্যে ঘরের বাইরে যান। বেলা ১১টার দিকে কাজ শেষে তিনি ঘরে ফিরে দেখতে পান যে বিছানার ওপর শিশুটি ছটফট করছে। চৌকির ওপর রাখা পানের বাটার মধ্যে গুলভর্তি থাকা প্লাস্টিকের কৌটাটিও বিছানার ওপর পড়ে রয়েছে। পরে দুপুর ১২টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রঞ্জন কিশোর চাকলাদার প্রথম আলোকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুল খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটা বলা সম্ভব নয়। শিশুটি মৃত জেনে পরিবারটি লাশ নিয়ে বাড়ি চলে গেছে।

এ ব্যাপারে ওই গ্রামের এক প্রতিবেশী নুর উদ্দিন বলেন, শিশুসন্তান হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। তবে পরিবারটি মনে করে, গুল খেয়েই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কারও বিরুদ্ধে পরিবারটি কোনো অভিযোগ করেনি।

পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর জামাল দাবি করেন, গুল খাওয়ার কারণেই শিশু তোফার মৃত্যু হয়েছে। পরিবারটি খুব দরিদ্র বলেও তিনি জানান।