একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু

Parlament
Parlament

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

পরে স্পিকার সাবেক সাংসদ শেখ আবদুল আজিজ, আবু সালেদ মোহাম্মদ সাইদ দুলাল, মঞ্জুর আহমেদ, তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, রহিমা আক্তার, মো. আক্তারুজ্জামান, সংসদ গ্রন্থাগারের পরিচালক মোশতাক আহমেদ, কামরা পরিচারক মো. ওয়ালি উল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

এ ছাড়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি, বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ফায়ারম্যান সোহেল রানা, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে এবং দেশ-বিদেশের বিভিন্ন দুর্ঘটনায় নিহত লোকজনের স্মরণে শোক প্রকাশ করা হয়।

কবি আল মাহমুদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, অভিনেতা টেলি সামাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাব উত্থাপনের পর মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।