তিশার জন্য মানববন্ধনে তাঁরা

ব্লাড ক্যানসারে আক্রান্ত শাদ-ইকা-মেরাজুম তিশার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। লালমনিরহাট, ২৪ এপ্রিল। ছবি: প্রথম আলো
ব্লাড ক্যানসারে আক্রান্ত শাদ-ইকা-মেরাজুম তিশার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। লালমনিরহাট, ২৪ এপ্রিল। ছবি: প্রথম আলো

লালমনিরহাটে ব্লাড ক্যানসারে আক্রান্ত শাদ-ইকা-মেরাজুম তিশার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাট শহরের মিশন মোড়ে এই মানববন্ধন করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁর সহপাঠী, স্বজন ও শিক্ষকেরা অংশ নেন।

মানববন্ধনে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করা মেধাবী ছাত্রী শাদ-ইকা-মেরাজুম তিশার উন্নত চিকিৎসার জন্য আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য রয়েছে, তা দিয়ে তাঁর সঠিক চিকিৎসা সম্ভব নয়। এ জন্য আমরা মানববন্ধন করে আগ্রহী দাতা ও দানশীল ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

শাদ-ইকা-মেরাজুম তিশা। ছবি: সংগৃহীত
শাদ-ইকা-মেরাজুম তিশা। ছবি: সংগৃহীত

অসুস্থ মেরাজুম তিশার মা মাহফুজা বেগম বলেন, ‘মেয়ের চিকিৎসায় এর মধ্যেই প্রায় ৩৫ লাখ টাকা নানাভাবে সংগ্রহ করে ব্যয় করেছি। স্টেম সেল পরিবর্তন করতে আরও ২৫ লাখ ভারতীয় রুপির দরকার। এই অর্থ সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।’

লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোলায়মান আলীর মেয়ে মেরাজুম তিশা। উচ্চমাধ্যমিক পাস করার পর ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাঁর শারীরিক অসুস্থতা দেখা দেয়। প্রথম স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। পরে ২০১৮ সালে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসা করাতে গেলে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে তিশার পরিবার এখন নিরুপায়। তাই তাঁর পরিবার ও স্বজনেরা আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

তিশাকে আর্থিক সাহায্য পাঠানোর নম্বর: ০১৭১২-৫৪৪৬৪৩ (বিকাশ)। ছোলায়মান আলী মণ্ডল, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫২১০০৩৪০২৭৬৮২, সোনালী ব্যাংক লিমিটেড, লালমনিরহাট শাখা।