স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বই দিতে হবে

সহশিক্ষা কার্যক্রমের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মানসম্মত বই বা শিক্ষা–সহায়ক উপকরণ দিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গতকাল বুধবার এই আদেশ জারি করে।

প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে পাঠানো আদেশে বলা হয়, দেখা যাচ্ছে, সহশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রোকারিজ সামগ্রী দেওয়া হয়। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের শিক্ষণ-শেখানো কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গুণগত শিক্ষা অর্জনের লক্ষ্যে সব অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বয়স উপযোগী মানসম্মত বই বা শিক্ষা সহায়ক উপকরণ দিতে হবে।

অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. আবদুল মান্নানের সই করা আদেশটি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গুণগত ও জীবনভর শিক্ষা অর্জন এবং শিক্ষার্থীদের গ্রন্থমুখী করার লক্ষ্যেই এই আদেশ দেওয়া হয়েছে।