গলায় 'বস্তু' আটকে শিশুর মৃত্যু

সন্তান রাফিসকে হারিয়ে মা শিরিয়ার আহাজারি। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ২৭ এপ্রিল। ছবি: কাজী আশিক রহমান
সন্তান রাফিসকে হারিয়ে মা শিরিয়ার আহাজারি। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ২৭ এপ্রিল। ছবি: কাজী আশিক রহমান

মাগুরায় খেলার সময় গলায় বল জাতীয় বস্তু আটকে রাফিস নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি সব্দালপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাফিস তার সমবয়সী দুই চাচাতো ভাইবোনের সঙ্গে খেলছিল। বাড়ির বড়রা তখন অন্য কাজে ব্যস্ত। হঠাৎ রাফিসের কান্নার শব্দে ছুটে আসেন তার মা শিরিয়া। তখন তিনি জানতে পারেন, শিশুটির গলায় বল–জাতীয় কিছু আটকে গেছে।

তাৎক্ষণিকভাবে রাফিসকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থা জটিল দেখে জেলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রাফিসকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তবে পরিবারটির সদস্য এবং চিকিৎসকদের কেউ নিশ্চিত করতে পারেননি যে রাফিসের গলায় কী আটকেছিল। মার্বেল বা ছোট বল–জাতীয় কোনো বস্তু আটকে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

শিশুটির বাবা জামিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। জামিরুল-শিরিয়া দম্পতির ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে।