সংখ্যালঘু-নিপীড়ন আবার শুরু হয়েছে

রানা দাশগুপ্ত
রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ‘সংখ্যালঘুদের ঘরবাড়ি, জমি জবরদখল, নির্যাতন, নিপীড়ন আবার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে মহল বিশেষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শনিবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি মৃত্যুঞ্জয় ধর। জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

রানা দাশগুপ্ত বলেন, ‘বঙ্গবন্ধুর দলের অনেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন না। বঙ্গবন্ধুর খুনির প্রেতাত্মা, ছদ্মবেশী প্রগতিশীল। ব্যক্তিস্বার্থে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এরা তৎপর। এদের বিরুদ্ধে আজ আমাদের সোচ্চার হতে হবে।’

দেশ উন্নয়নের সঙ্গে এগিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু দেশটিকে যাতে কেউ সোমালিয়ার পথে ঠেলে নিয়ে যেতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার সময় এসেছে। সরকারি দলের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস ও জঙ্গিবাদের পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি আছে। আমরা এ প্রতিশ্রুতির আশু বাস্তবায়ন দেখতে চাই।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবিদাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দাবির মুখে সরকার জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইনসহ পার্বত্য শান্তিচুক্তির দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আমরা এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারের দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। আমরা যদি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াস নিতে হবে। সব ধরনের বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য রণীধর কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, সহসম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি নিরঞ্জন কুমার দে, মহানগরের সভাপতি সুব্রত কুমার দেব, সিলেট প্রেস ব্রাটেরিয়ান চার্চ নয়াসড়ক খ্রিষ্টান মিশনের চেয়ারম্যান ডিকন নিজুম সাংমা, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক তপন মিত্র, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মৃত্যুঞ্জয় ধরকে সভাপতি ও প্রদীপ কুমার দেবকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।