ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ৫০ শিক্ষার্থী

ঘুরতে গিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে অন্তত ৩ কিলোমিটার অদূরে চালন্দা গিরিপথ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রামদার আঘাতে নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আনোয়ার হোসেন আহত হন।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, আরবি, যোগাযোগ ও সাংবাদিকতা এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত।

ঘটনার বর্ণনা দিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে ১০টায় চালন্দা গিরিপথে ঘুরতে যান তাঁরা। তাঁদের সঙ্গে ২৫টি মুঠোফোন, ৬টি হাতঘড়ি ও টাকা ছিল। গিরিপথ থেকে চলে আসার সময় ৬ জন ছিনতাইকারী তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। ছিনতাইকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পাশাপাশি আনোয়ার হোসেনকে রামদা দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। পরে আনোয়ারকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।