রাবিতে নতুন সংগঠন 'বন্ধন'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বন্ধন’ নামে নতুন একটি সামাজিক সংগঠন যাত্রা শুরু করেছে। রোববার সকালে সংগঠনটির জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসফিকা তাসলিমকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- যুগ্ম-আহ্বায়ক মো. সোহানুর রহমান ও মো. আশরাফুল ইসলাম, সদস্য রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, নাঈম আশরাফ, তমাল হোসাইন, প্রীতি রায় ও আল আমিন।

কমিটির সদস্যরা জানান, এটি একটি সংগঠনটিকে সামাজিক সংগঠন। এর প্রধান লক্ষ্য হবে মাদকাসক্ত, জুয়া খেলায় আসক্ত ও বখাটেদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এ ছাড়া, নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত এলাকা গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাসহ এগারোটি লক্ষ্য ও উদ্দেশ্যের নির্ধারণ করা হয়েছে। নগরের পুঠিয়া উপজেলার বানেশ্বরে বন্ধনের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।