চান্দাবাজের সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন না: সেলিম ওসমান

জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান। ফাইল ছবি
জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান। ফাইল ছবি

কোনো চাঁদাবাজের সঙ্গে বন্ধুত্ব না করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের (শহর-বন্দর) সাংসদ সেলিম ওসমান। তিনি বলেন, ‘আমাদের অনেক আপনজনও অনেক জায়গায় ফেঁসে যাচ্ছেন।’

গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরে এক মতবিনিময় সভায় সাংসদ সেলিম ওসমান পুলিশ সদস্যদের উদ্দেশে এই আহ্বান জানান। সভায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদও ছিলেন।

জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান বলেন, ‘পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের পাশে থাকবে, কিন্তু কোনো চান্দাবাজের সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন না। যদি আপনারা করেন, তাহলে আপনারাই আমাদের শত্রু হবেন। আপনাদের মধ্যে এমন কেউ কেউ আছেন, যাঁরা নাকি এসব কার্যকলাপের সঙ্গে জড়িত থাকেন।’

সেলিম ওসমান আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের ভাই। সম্প্রতি নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার করে পুলিশ। যাঁদের অনেকে ওসমান পরিবারের ঘনিষ্ঠ বা অনুগত হিসেবে পরিচিত। এরপর থেকে পুলিশের সঙ্গে ওসমান পরিবারের দূরত্ব তৈরি হয়।

গতকালের সভায় সেলিম ওসমান পুলিশের উদ্দেশে বলেন, ‘আমাদের তো নির্বাচন করতে হয়। আমাদের সব ধরনের লোকজনের সঙ্গে চলাফেরা করতে হয়।’

পুলিশের উদ্দেশে এই সাংসদ বলেন, ‘আমরা কান কথা বেশি শুনি। পরের সমালোচনা বেশি শুনি ও চর্চা বেশি করি।’ রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পুলিশের নয় বলে উল্লেখ করে সেলিম ওসমান বলেন, ‘আমরা যদি অভিযোগ করি, তাহলে পুলিশ ওখানে গিয়ে ব্যবস্থা নিতে পারে। তবে আমরা পুলিশের কাছে চাইব, আমাদের রাস্তাঘাট সব ক্লিয়ার থাকে।’

নারায়ণগঞ্জে গার্মেন্টস খাতে যাতে শ্রমিক অসন্তোষ না হয়, তার জন্য মালিক-শ্রমিক একসঙ্গে বসে আলোচনা করবেন। তিনি বলেন, ‘গার্মেন্টস সেক্টর বিজিবি দেখবে। যদি অসন্তোষ হয়, পুলিশ সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে। যদি না নেয়, আমরা সবাই এসপির কাছে যাব। কেন ছাড় দেওয়া হলো, জানতে চাইব।’

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের জমি দখল, মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা কাউকে করতে দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে ছাড় দেবে না পুলিশ।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সাবেক সাংসদ মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।