মনে হচ্ছে মাটি খুঁড়ে টাকা রাখতে হবে: রওশন

রওশন এরশাদ। ফাইল ছবি
রওশন এরশাদ। ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, দেশের পুঁজিবাজারে ধস নেমেছে। ব্যাংক খাতে নৈরাজ্য চলছে, মানুষ আস্থা হারাচ্ছে। মনে হচ্ছে এখন আগের মতো মাটি খুঁড়ে টাকা রাখতে হবে।

গতকাল মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি শেয়ারবাজার নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাত ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

এদিকে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বিএনপির সদ্য শপথ নেওয়া সাংসদ হারুনুর রশীদ বলেন, দেশের ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। ব্যাংকে টাকা নেই। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে। কেন জানি না এ সরকার ক্ষমতায় থাকলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালে একবার মানুষ সর্বস্বান্ত হয়েছিল। এখন আবার ধস চলছে। বিনিয়োগকারীরা আন্দোলন করছেন। কিন্তু ধস ঠেকানো যাচ্ছে না।