রণনের এক দশক পূর্তি

রংপুরে নজরুল চর্চাকেন্দ্রের আয়োজনে নজরুলসংগীত সন্ধ্যা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পী খায়রুল আনাম।  ছবি: প্রথম আলো
রংপুরে নজরুল চর্চাকেন্দ্রের আয়োজনে নজরুলসংগীত সন্ধ্যা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পী খায়রুল আনাম। ছবি: প্রথম আলো

নানা আয়োজনে গতকাল মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রণনের এক দশক পূর্তি উৎসব উদ্‌যাপন করা হয়েছে। গত সোমবার নজরুল চর্চাকেন্দ্র সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল বেলা ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উমর ফারুক, একই বিভাগের শিক্ষক শাহীনুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক নিত্য ঘোষ, আইডিয়া প্রকাশনের স্বত্বাধিকারী শাকিল মাসুদ, প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক প্রমুখ।

উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠানস্থলে সংগঠনের সাবেক ও নতুন কর্মীরা স্মৃতিচারণা করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কর্মীরা হলেন মৌসুমী বিনতে মুকুল, প্রিতম কুণ্ডু, কানিজ ফাতেমা, রওশন হাবীব, কামাল হোসেন প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় চৌধুরী। দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগঠনের কর্মীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণে সহায়তা করায় রংপুরসহ বিভিন্ন জেলার ১৭ বিশিষ্ট ব্যক্তিকে কৃতজ্ঞতা স্মারক দেওয়া হয়। এ ছাড়া এই সময় রণনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কৃত করা হয়।

 গত সোমবার সন্ধ্যার পর বেসরকারি সংস্থা অ্যাসোডের প্রশিক্ষণকেন্দ্রে নজরুলের গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল চর্চাকেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এতে ঢাকা থেকে আসা নজরুলসংগীত সংস্থার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, মাহমুদুল হাসান, করিম হাসান খান। অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ঐশী সরকার, আশুতোষ বর্মণ, রতন কুমার সরকার প্রমুখ গান পরিবেশন করেন। এর আগে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল চর্চাকেন্দ্রের প্রধান উপদেষ্টা তোজাম্মেল হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম প্রমুখ।