রাজশাহীতে সন্দেহভাজন দুই জেএমবি সদস্য আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন উপজেলার সাতকুন্ডি গ্রামের কামাল হোসেন (৪৪) ও দিয়াড়মানিক চক গ্রামের সাইফুল ইসলাম (৩০)। তাদের মধ্যে কামালকে উপজেলার উজানপাড়া এবং সাইফুলকে দিয়াড়মানিক চক গ্রাম থেকে আটক করা হয়।

র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দুজনের কাছ থেকে তিনটি জিহাদি বই, একটি হ্যান্ডনোট বই, দুটি লিফলেট, একটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও একটি মেমরি কার্ড জব্দ করা হয়েছে। তাঁরা দুজনই ২০১৮ সালের পুরোনো মামলার আসামি। তাদের সরাসরি আদালতে সোপর্দ করা হবে।