মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.) আস্তানার মাজারের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার তুলসীগঙ্গা নদীর ধারে এর অবস্থান।

স্থানীয় বাসিন্দারা বলেন, হজরত শাহ মখদুম (রহ.) আস্তানার মাজারে দানবাক্স আছে। এই দানবাক্স তালা দিয়ে ও ঝালাই করে লাগানো থাকে। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি দানবাক্সটি খোলেন। আজ বৃহস্পতিবার সকালে মাজারে গিয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। দানবাক্সের ভেতরে কোনো টাকা-পয়সা ছিল না। পরে ঘটনাটি ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যদের জানানো হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, দানবাক্সের তালা ও ঝালাই ভেঙে টাকা চুরি হয়েছে।

তবে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, দানবাক্সের টাকা চুরির ঘটনাটি এখনো কেউ পুলিশকে জানায়নি।