বিএনপির রাজনীতি আশ্চর্যজনক: গণপূর্তমন্ত্রী

গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। ফাইল ছবি।
গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। ফাইল ছবি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষ যখন উদভ্রান্ত হয়, রাজনীতির চূড়ান্ত দেউলিয়াপনায় পৌঁছে যায়, তখন বোধ হয় নিজের অস্তিত্বের শিকড় খোঁজার জন্য এদিকে–ওদিকে শূন্যে খোঁজে। তিনি বলেন, বিএনপির রাজনীতি আশ্চর্যজনক।

রাজউক কর্তৃক ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। রাজউক মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। 


মন্ত্রী বলেন, ‘বিএনপি বলল আমরা কেউ সংসদে যাব না। গয়েশ্বর চন্দ্র রায় বললেন, সংসদে যে যাবে সে বেইমান, বিশ্বাসঘাতক হবে। জনতার রোষানল থেকে বাঁচতে পারবে না। মির্জা ফখরুল বললেন, পার্লামেন্টে যদি কেউ যায় সে জাতীয়তাবাদী শক্তি না, আমাদের কেউ যাবে না। তবে সরকারি চাপ আছে। হঠাৎ করে দেখলাম, চারজন পার্লামেন্টে শপথ নিলেন।’

শ ম রেজাউল করিম বলেন, ‘ওনারা বললেন সংসদে এসেছেন তারেক সাহেবের সিদ্ধান্তে, দলের সিদ্ধান্তে না। খানিকক্ষণ পরে বললেন, আমরা দলীয় সিদ্ধান্তেই যাচ্ছি। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হলো—তুমি যেতে পারবে না। আশ্চর্যজনক রাজনীতি। এই দেউলিয়াপনার ভেতর থেকে তাঁরা বাংলাদেশর উন্নয়ন চোখে দেখবেন কী করে?’