প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ

বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের নির্দেশে বাল্যবিয়ে পণ্ড করে সদর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত আটটার দিকে শহরের মৃধাপাড়া এলাকায় ২৮ বছরের এক যুবকের সঙ্গে ১৪ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের বিষয়টি স্থানীয় লোকজন এক মানবাধিকার কর্মীকে জানান। মানবাধিকার কর্মী জানান স্থানীয় প্রশাসনকে। পরে জামালপুর সদরের ইউএনও ফরিদা ইয়াছমিনের নির্দেশে সদর থানা-পুলিশের একটি দল গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বলেন, ‘মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না—এই শর্তে কোনো ধরনের শাস্তি না দিয়ে মুচলেকা নিয়ে বিয়ের আয়োজনটি বন্ধ করা হয়।’