হাটহাজারীতে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৪) বাল্যবিয়ে দেওয়ার আয়োজন চলছিল। বরযাত্রীরা কনের বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষ করেছে। বরও চলে এসেছেন কনের বাড়িতে। খবর পেয়ে আজ শনিবার দুপুর দুইটার সময় কনের বাড়িতে হাজির হন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। কিশোরীর পরিবার ও উপস্থিত বরের সঙ্গে কথা বলে তিনি বাল্যবিয়ে বন্ধ করেন।

উপজেলা প্রশাসন ও কনের পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। বর ছিলেন পাশের চারিয়া কাজীপাড়া গ্রামের তোফায়েল আহমদের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৯)। এ খবর শুনে হাটহাজারীর ইউএনও পুলিশ ও পৌরসভা কাউন্সিলরকে সঙ্গে নিয়ে দুপুর দুইটার সময় কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন। প্রশাসনের লোকজনকে বাড়িতে দেখতে পেয়ে কনে পক্ষ সটকে পড়তে চেয়েছিলেন।

হাটহাজারীর ইউএনও মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, বর মোহাম্মদ আলমগীর ও কিশোরীর মা বলেছেন কনের ১৮ বছর পূর্ণ হলে কনেকে তুলে দেবেন। বর আলমগীর এ ভুলের জন্য অনুতপ্ত বলে জানান।