বেড়িবাঁধ টপকে লোকালয়ে জোয়ারের পানি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানি বেড়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপকূলের দুই ইউনিয়নে বেড়িবাঁধ টপকে লোকালয়ে জোয়ারের সে পানি প্রবেশ করছে।

এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বাড়ার কারণে উপকূলের রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকার খোলা অংশ দিয়ে গতকাল শুক্রবার ও আজ শনিবার দুপুরে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। পানি ছুঁই ছুঁই করছে পারকি সৈকত থেকে সাপমারা খালের মুখ পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে। ফলে রায়পুর ইউনিয়নের ধলঘাট, পূর্ব গহিরা, দক্ষিণ সরেঙ্গা, তেলিপাড়া এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। একই অবস্থা আরেক উপকূল ইউনিয়ন জুঁইদন্ডীর।

আজ শনিবার দুপুরে রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ও দক্ষিণ সরেঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বাড়ছে। এতে করে বেড়িবাঁধ টপকে প্রবেশ করছে জোয়ারের পানি। স্থানীয়রা বেড়িবাঁধের উঁচু স্থান থেকে মাটির ভর্তি বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে।

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, ইউনিয়নের বার আউলিয়া এলাকায় বেড়িবাঁধ খোলা থাকায় ওই অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। এর বাইরে প্রায় বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ টপকে পানি ঢুকেছে। চেয়ারম্যান জানান, একটু এদিক-ওদিক হলে পুরো ইউনিয়ন পানিতে ভাসবে।