ঢাকায় বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক খান (৪৭)। তিনি গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ থানা শাখার কর্মকর্তা।

আজ রোববার সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কে পদ্মা অয়েলের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মোজাম্মেলের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি মিনিবাস। এতে তিনি গুরুতর আহত হন।

নিহত মোজাম্মেলের বাড়ি ধামরাইয়ের বাথুলি গ্রামে। তাঁর বাবার নাম তাইজুদ্দিন সরদার।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর মোজাম্মেলকে পথচারীরা উদ্ধার করেন। তাঁর অফিসে খবর দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ থানা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, অফিসের কাজে উত্তরায় গিয়েছিলেন মোজাম্মেল। সেখান থেকে ফেরার পথে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পুলিশ বাসটিকে জব্দ করেছে। বাসের চালক পলাতক।