সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে ছেলের মারধর!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে ছেলের হাতে মারধরের শিকার ৭০ বছরের বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও নজরুল ইসলাম। ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে ছেলের হাতে মারধরের শিকার ৭০ বছরের বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও নজরুল ইসলাম। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে ছেলের হাতে ৭০ বছরের বৃদ্ধা মা ছুকেরা বেগম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলে জহুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মায়ের পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। গত শনিবার বিকেলে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও গ্রামে ওই মাকে দেখতে যান।

শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিজের সন্তানের জন্য একজন মা অনেক ত্যাগ স্বীকার করেন। সেই ছেলেই যদি মায়ের ওপর অত্যাচার করে, তাহলে তা খুবই লজ্জাজনক। আমি এই অসহায় বৃদ্ধার অবস্থার কথা শুনে তাঁর বাড়ি যাই। ছুকেরা বেগম বর্তমানে যে ঘরে থাকেন, শণ ও বাঁশের তৈরি সেই ঘরটির অবস্থা খুব নাজুক। সে ভাঙা ঘরটিও আগামী এক মাসের মধ্যে পাকা করে নির্মাণ করার ব্যবস্থা করছি। এ ছাড়া ঘর ওঠানোর পর সেখানে বিদ্যুতের ব্যবস্থাও করে দেওয়া হবে।’

গত বৃহস্পতিবার ছুকেরা বেগমকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁর ছেলে। ওই দিন শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে যান ছুকেরা বেগম। চিকিৎসার জন্য তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই গোলগাঁও গ্রাম থেকে ছেলে জহুর আলীকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানার পুলিশ।