খুলনার নয়টি পাটকলের উৎপাদন বন্ধ করে দিলেন শ্রমিকেরা

বকেয়া বেতনের দাবিতে খুলনার নয়টি পাটকলে উৎপাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। ছবি: প্রথম আলো
বকেয়া বেতনের দাবিতে খুলনার নয়টি পাটকলে উৎপাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। ছবি: প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। আজ সোমবার সকাল ছয়টার দিকে কোনো শ্রমিকই কাজে যাননি। বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টার দিকে শ্রমিকেরা বিভিন্ন পাটকল কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ করেন।

বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের সমন্বয়কারী সাজ্জাদ হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার দুপুর থেকে কারখানায় উৎপাদন বন্ধ করে দেন পাটকল শ্রমিকেরা। দুপুরে স্টার জুটমিল প্রথম উৎপাদন বন্ধ করে দেন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে প্লাটিনাম ও পর্যায়ক্রমে রাত ১০টার দিকে অন্যান্য কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ করে বের হয়ে যান।

জানা গেছে, খুলনা অঞ্চলের নয়টি পাটকলে ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি বাকি।