মুন্সিগঞ্জে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মুন্সিগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মীরকাদিম পৌরসভার রামসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব–১১) সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. সুজন (৩৬)। তিনি পৌরসভার গোবিন্দনগর বাঁশতলা এলাকার বাসিন্দা।

র‍্যাবের দাবি, নিহত সুজন এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সব আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১১টি মামলা আছে।

র‍্যাবের ভাষ্য, রামসিং এলাকায় মাদকের একটি বড় চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র‍্যাব সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সুজনের সঙ্গীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের গুলিবিনিময়ের পর সোয়া দুইটার দিকে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের দুই সদস্য আহত হন। গোলাগুলি শেষে সেখানে মাদক ব্যবসায়ী দলের এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। রাত তিনটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী সুজন বলে শনাক্ত করা হয়।