প্রথম রোজায় টুকটাক কেনাকাটা

শুরু হয়েছে পবিত্র রমজান। মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলমানেরা। রোজা, নামাজ ও ইফতারকে কেন্দ্র করে এ সময় বেড়ে যায় বিভিন্ন অনুষঙ্গের চাহিদা। অনেকে দেশি–বিদেশি নানা ফলের জন্য ভিড় করছেন পুরানা পল্টনের ফলের বাজারে। অনেকে পছন্দের টুপি, জায়নামাজ, তসবিহ ও আতর কিনতে আসছেন বায়তুল মোকাররম মার্কেটে। অনেক মুসল্লি কিনছেন মেসওয়াকও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ইসলামি বইমেলা।
১ / ৬
বায়তুল মোকাররম মার্কেটে জায়নামাজ পছন্দ করছেন ক্রেতারা।
বায়তুল মোকাররম মার্কেটে জায়নামাজ পছন্দ করছেন ক্রেতারা।
২ / ৬
পুরানা পল্টন এলাকায় সাজিয়ে রাখা হয়েছে দেশি–বিদেশি খেজুর।
পুরানা পল্টন এলাকায় সাজিয়ে রাখা হয়েছে দেশি–বিদেশি খেজুর।
৩ / ৬
রমজান মাসে মেসওয়াকের চাহিদাও বেড়ে যায়।
রমজান মাসে মেসওয়াকের চাহিদাও বেড়ে যায়।
৪ / ৬
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকান থেকে টুপি পছন্দ করছেন এক তরুণ।
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকান থেকে টুপি পছন্দ করছেন এক তরুণ।
৫ / ৬
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকানে সাজানো তসবিহ।
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকানে সাজানো তসবিহ।
৬ / ৬
ইফতারের অন্যতম অনুষঙ্গ ফল। পুরানা পল্টন এলাকায় ফল কিনতে ক্রেতাদের ভিড়।
ইফতারের অন্যতম অনুষঙ্গ ফল। পুরানা পল্টন এলাকায় ফল কিনতে ক্রেতাদের ভিড়।