টাঙ্গাইলে নারী পুলিশের কনস্টেবলের আত্মহত্যা

টাঙ্গাইলে এক নারী পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে তাঁর লাশ পুলিশ লাইনের নারী কনস্টেবল ব্যারাক থেকে উদ্ধার করা হয়।

ওই পুলিশ সদস্যের নাম শারমিন আক্তার (২৪)। তিনি টাঙ্গাইল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। শারমিন আক্তারের স্বামী মাহবুবুর রহমানও পুলিশের কনস্টেবল। তিনি ঢাকা মেট্রোপলিটনে কর্মরত।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শারমিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, শারমিন অফিসে না আসায় গোয়েন্দা পুলিশ অফিস থেকে তাঁকে ফোন করা হয়। কিন্তু তিনি ওই সময় ফোন ধরেননি। পরে পুলিশ ব্যারাকের অন্য এক নারী কনস্টেবলকে ফোন দিয়ে খোঁজ নিতে বলা হয়। তিনি শারমিনের কক্ষের সামনে যান এবং দরজা বন্ধ অবস্থায় পান। এরপর তিনি শারমিনকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে শারমিনের লাশ উদ্ধার করার হয়। এ সময় একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ছাড়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শারমিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।