মওদুদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো

মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মো. মমিনুর রহমান ইউএনবিকে এই তথ্য জানিয়েছেন।

মমিনুর রহমান জানান, মওদুদ আহমদের বয়স এখন ৭৮ বছর। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে। মওদুদ আহমদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির কয়েকজন নেতা।

মমিনুর আরও জানান, মওদুদের হার্টে ব্লক ধরা পড়ার কারণে কার্ডিওলজিস্ট ড. শাহাবুদ্দিন তালুকদারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

উল্লেখ, গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাস সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।