জাপায় হঠাৎ আট নেতার পদোন্নতি

দলের বিভিন্ন পর্যায়ের আরও আটজন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য করেছে জাতীয় পার্টি (জাপা)। গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ । গতকাল বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

জাপার সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীতে ৮ জনকে নিয়োগ দেওয়ায় এখন তা বেড়ে ৪৯ হয়েছে। নতুন আটজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মামুনুর রশিদ (ব্যবসায়ী), সাতক্ষীরার সৈয়দ দিদার বখত (সাবেক মন্ত্রী), নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক সাংসদ), ফেনীর নাজমা আখতার (সংরক্ষিত সাংসদ), গাজীপুরের আবদুস সাত্তার মিয়া, ঢাকার আলমগীর সিকদার (সাবেক ছাত্রনেতা), চাঁদপুরের এমরান হোসেন মিয়া ও নীলফামারীর সাংসদ রানা মোহাম্মদ সোহেল।

এ দিকে আট নেতার পদোন্নতির দিনই দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন পদত্যাগ করেছেন। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে জাপার সাংসদ। জানতে চাইলে লিয়াকত হোসেন বলেন, ‘আমি মনে করি, জাতীয় পার্টিতে যোগ্য নেতাদের পদোন্নতি হচ্ছে না।’