বিয়ের আসর থেকে পালালেন কাজি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাড়িটিতে হইচই আর আনন্দ। অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন চলছে। প্রশাসনের লোকজন আসার পর ভেস্তে গেল বিয়ে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েকে বিয়ে করতে এসেছিলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর গ্রামের সোহেল রানা (২১)।

সময়মতো বরপক্ষ এসেছেন। বিয়ে সম্পন্ন করতে এসেছেন কাজি। হঠাৎ বিয়েবাড়িতে উপস্থিত হন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজি কৌশলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মাকে ও বরের ভাই শিহাব হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান বলেন, সমাজে বাল্যবিবাহবিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে। এ জন্য যত গোপনেই বাল্যবিবাহের আয়োজন করা হোক না কেন, প্রশাসন খবর পেয়ে যাচ্ছে। পরিবারের লোকজন, বিশেষ করে মা-বাবা বাল্যবিবাহবিরোধী হলেই এ উপজেলা বাল্যবিবাহমুক্ত করা সম্ভব বলে তিনি মনে করেন।