মাদক ব্যবসায়ীদের হামলায় ৪ পুলিশ আহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও তাঁদের স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হন।

এ ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানার এএসআই নুর আমিনসহ শওকত আলী, আবুল কালাম আজাদ ও গণেশ রায় আহত হন। হাসান আলী একাধিক মামলার আসামি ও সৈয়দপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী।

গোপন সংবাদের ভিত্তিতে হাসান আলীকে গ্রেপ্তারে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর দোলাপাড়ায় তাঁর বাড়িতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। আটকের পর অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাঁদের স্বজনেরা সংঘবদ্ধ হয়ে হাসানকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালান। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী লিটন হোসেনকে আটক করা হয়। পুলিশ মাদক ব্যবসায়ী হাসানের দেহ তল্লাশি করে ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে।