আদালতের জব্দ করা মাছ পেল সুবিধাবঞ্চিতরা

>

রাজধানীর সোয়ারীঘাটের মাছের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের চালানো এক অভিযানে জব্দ করা হয় ২১ টন মাছ। মেয়াদ পেরিয়ে যাওয়া এসব মাছ বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন বাজারে নেওয়া হতো। এ ছাড়া দুই কাভার্ড ভ্যানভর্তি অবৈধ জাটকা মাছও জব্দ করা হয়। র‌্যাব-১০ ও মৎস্য অধিদপ্তরের যৌথভাবে চালানো এই অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। পরে জব্দ করা সব মাছ বিলিয়ে দেওয়া হয় উপস্থিত মানুষের মধ্যে। জব্দ করা মাছের প্যাকেট দিয়ে দেওয়া হয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও নিম্ন আয়ের মানুষজনকে।

জব্দ করা মাছ ট্রাক থেকে এভাবেই বিলিয়ে দেওয়া হয়।
জব্দ করা মাছ ট্রাক থেকে এভাবেই বিলিয়ে দেওয়া হয়।
সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষেরাই বেশি ছিল এখানে।
সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষেরাই বেশি ছিল এখানে।
মাছের প্যাকেট পেতে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।
মাছের প্যাকেট পেতে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।
বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিরা নিয়েছেন এসব মাছ।
বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিরা নিয়েছেন এসব মাছ।
অভিযানে জব্দ করা এসব মাছ বিক্রির জন্য যেত রাজধানীর বিভিন্ন বাজারে।
অভিযানে জব্দ করা এসব মাছ বিক্রির জন্য যেত রাজধানীর বিভিন্ন বাজারে।
বিনা মূল্যে এসব মাছ পেতে বেশ বেগ পেতে হয় উপস্থিত মানুষকে।
বিনা মূল্যে এসব মাছ পেতে বেশ বেগ পেতে হয় উপস্থিত মানুষকে।