ফুলের রাজ্যে

>

পাহাড়ে এখন নানা প্রজাতির ফুল ফুটছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা ঘুরে ফুলের ছবি সংগ্রহ করেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক নীরব চৌধুরী। খাগড়াছড়ি সদরের খেজুরবাগান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন এই ফুলগুলোর বৈজ্ঞানিক নাম জানিয়েছেন।

লাল কাঠগোলাপ ফুটে আছে ডালে। ফুলের বৈজ্ঞানিক নাম (Plumeria lutea) । মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি।
লাল কাঠগোলাপ ফুটে আছে ডালে। ফুলের বৈজ্ঞানিক নাম (Plumeria lutea) । মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি।
জারুল ফুল। বৈজ্ঞানিক নাম (Lagersstroemia speciosa)। জিরোমাইল, খাগড়াছড়ি।
জারুল ফুল। বৈজ্ঞানিক নাম (Lagersstroemia speciosa)। জিরোমাইল, খাগড়াছড়ি।
গুয়েগ্যান্দা নামে এই ফুলের বৈজ্ঞানিক নাম (Lantana camara)। রাজ্যমনিপাড়া, খাগড়াছড়ি।
গুয়েগ্যান্দা নামে এই ফুলের বৈজ্ঞানিক নাম (Lantana camara)। রাজ্যমনিপাড়া, খাগড়াছড়ি।
গন্ধরাজ ফুল। বৈজ্ঞানিক নাম (Gardenia jasminoides)। এটি রুবিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। রাজ্যমনিপাড়া, খাগড়াছড়ি।
গন্ধরাজ ফুল। বৈজ্ঞানিক নাম (Gardenia jasminoides)। এটি রুবিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। রাজ্যমনিপাড়া, খাগড়াছড়ি।
রাধাচুড়া ফুলের বৈজ্ঞানিক নাম (Caesalpinia pulcherrime)। এটি মাইমোসেসি পরিবারের অন্তর্ভুক্ত। আড়াইমাইল, খাগড়াছড়ি।
রাধাচুড়া ফুলের বৈজ্ঞানিক নাম (Caesalpinia pulcherrime)। এটি মাইমোসেসি পরিবারের অন্তর্ভুক্ত। আড়াইমাইল, খাগড়াছড়ি।
ডালে ঝুলে আছে সোনালু ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম (Cassia fistula)। রাজমণিপাড়া, খাগড়াছড়ি।
ডালে ঝুলে আছে সোনালু ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম (Cassia fistula)। রাজমণিপাড়া, খাগড়াছড়ি।
ডালে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম (Delonix regia)। রাজমণিপাড়া, খাগড়াছড়ি।
ডালে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম (Delonix regia)। রাজমণিপাড়া, খাগড়াছড়ি।
সাদা ফুরুস ফুল। বৈজ্ঞানিক নাম (Lagerstroemia indica)। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি।
সাদা ফুরুস ফুল। বৈজ্ঞানিক নাম (Lagerstroemia indica)। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি।