স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও করে ছড়িয়ে দেওয়ার হুমকি!

রাজবাড়ী সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে মুঠোফোনে আপত্তিকর ভিডিও ধারণ ও ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে গত শুক্রবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

তিন আসামি হলেন রাজবাড়ী সদর উপজেলার হারুন শেখ (৩০), রিপন সরদার (২৫) ও তৈয়ব শেখ (৩০)।

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগ, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মেয়ে বাড়ির টিউবওয়েলে যায়। তখন আসামিরা মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে যান। জোর করে মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে। এরপর তাঁরা দুই দিনের মধ্যে ২০ হাজার টাকা দাবি করেন। নইলে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপত্তিকর ভিডিও করার বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিন আসামির মধ্যে হারুনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে। অপর দুই আসামি পলাতক আছে।