ফালুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও আরএকে গ্রুপের এমডিসহ চারজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন আরএকে সিরামিকস ও রাকেন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও পরিচালক মো. আমির হোসাইন।

দুদক বলছে, ওই চারজন পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন এবং ওই সব অবৈধ সম্পদ অবৈধ পন্থায় দুবাইয়ে পাচার করেন। তাঁরা বিভিন্ন সময় ১৮৩ কোটি ৯২ লাখ টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে নিজেদের ভোগদখলে রেখে পাচার বা পাচারের চেষ্টায় থেকে অর্থ পাচারের অপরাধ করেছেন। এটি অর্থপাচার প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।