৬০ বছরের পর কাউকে চুক্তিতে নিয়োগ দিলে ব্যবস্থা

এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ পায়) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ বছর পূর্ণ হওয়ার পর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ কোনো পদে কাউকে চুক্তি ভিত্তিতে বা পুনঃ নিয়োগ করা যাবে না। যদি তা করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের বেতন-ভাতার সরকারি অংশ স্থগিতসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়স ৬০ বছর। নীতিমালা অনুযায়ী, ৬০ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষক-কর্মচারীকে পুনঃ নিয়োগ বা চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।

মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগে নিষেধাজ্ঞা থাকার পরও কোনো কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-কর্মচারীদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন। উপাধ্যক্ষ না থাকলে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।