ঈদের আগে নতুন মোড়কে পুরোনো লঞ্চ

>ঈদুল ফিতর সামনে রেখে পুরোনো লঞ্চগুলো মেরামতের তোড়জোড় শুরু হয়েছে। ভাঙাচোরা, রংচটা কিংবা অচল লঞ্চগুলো মেরামত করে সচল করা চেষ্টা চলছে। কোনোটির ইঞ্জিনের কাজ চলছে, আবার কোনো লঞ্চের বডিতে চলছে লোহার পাত ঝালাইয়ের কাজ। জং ধরে যাওয়া কাঠামোতে লাগানো হচ্ছে রং। এতে নতুন মোড়কে প্রস্তুত হচ্ছে পুরোনো লঞ্চগুলো। সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড এলাকা ঘুরে ছয়-সাতটি লঞ্চ মেরামতের এই দৃশ্য দেখা যায়।
লঞ্চে রঙের কাজ করছেন এক শ্রমিক
লঞ্চে রঙের কাজ করছেন এক শ্রমিক
লঞ্চের ভেতর-বাইর সব অংশেই করা হচ্ছে রং
লঞ্চের ভেতর-বাইর সব অংশেই করা হচ্ছে রং
লঞ্চের নিচের অংশে চলছে ঝালাইয়ের কাজ
লঞ্চের নিচের অংশে চলছে ঝালাইয়ের কাজ
বেশির ভাগ লঞ্চই ফিটনেসবিহীন, চলছে তারই মেরামত
বেশির ভাগ লঞ্চই ফিটনেসবিহীন, চলছে তারই মেরামত
ব্যবহৃত পাতটি ফেলে বসাতে হবে নতুন পাত
ব্যবহৃত পাতটি ফেলে বসাতে হবে নতুন পাত
ঈদের আগে নদীতে নামাতে কাজ চলছে অনেক মালবাহী লঞ্চেও
ঈদের আগে নদীতে নামাতে কাজ চলছে অনেক মালবাহী লঞ্চেও
প্রায় ছয় থেকে সাতটি লঞ্চ সংস্কার করছেন শ্রমিকেরা
প্রায় ছয় থেকে সাতটি লঞ্চ সংস্কার করছেন শ্রমিকেরা