খেজুর জব্দ ২২ মণ, জরিমানা ৫০ হাজার

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে চিরিংগা এলাকার একটি মুদির দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ২২ মণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এই অভিযান পরিচালনা করেন। পরে জব্দ হওয়া এসব খেজুর ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ওই দোকানির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ওই অভিযানে মুদির দোকানে মূল্যতালিকা না টাঙানোয় ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন ভাসমান দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়েছে বলে ইউএনও উল্লেখ করেন।