সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ (ভাঙার জন্য আনা) জাহাজে আগুন লাগার ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ পাঁচ শ্রমিক। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামের ওই জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ করছে কুমিরা ফায়ার সার্ভিস।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল (২৭)। দগ্ধ শ্রমিকেরা হলেন আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), মোহন (২৪), মামুন (৩২) ও কামরুল (২৮)।

হতাহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।

আবদুল্লাহ পাশা হারুন বলেন, স্ক্র্যাপ জাহাজটি ইঞ্জিনকক্ষের পাশের কক্ষে অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে লোহা কাটছিলেন শ্রমিকেরা। ওই কক্ষে পরিত্যক্ত বর্জ্য তেল ছিল। আগুনের স্ফুলিঙ্গ বর্জ্য তেলে পড়লে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো কক্ষে তা ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন ছয়জন। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে একজন নিহত ও পাঁচ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।