যুবকের ওপর দিয়ে চলে যায় ট্রলি

ইটবোঝাই ট্রলির ধাক্কায় ছিটকে সড়কে পড়ে গিয়েছিলেন মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (২৮)। এরপর তাঁর গায়ের ওপর দিয়ে চলে যায় ট্রলিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেজাউলের। আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের চান্দেরআড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রেজাউল করিম পাশের মোহনপুর উপজেলার পাকুড়িয়া হাটে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে তিনি হাসনাবাদ এলাকায় সইপাড়া-ভবানীগঞ্জ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি পড়েন। এ সময় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। পরে তাঁর গায়ের ওপর দিয়ে ট্রলি চলে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি জানান, পুলিশ ইটবোঝাই ট্রলিটি জব্দ করেছে। এর চালক পলাতক।