আড়তে ফলের সমাহার

>দেশে বিভিন্ন জেলা থেকে রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়তে আসছে মৌসুমি ফল। ফল আসছে পাশের দেশগুলো থেকেও। রমজান থাকায় ফলের চাহিদাও কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে তাঁদের দাবি, বেচাকেনা আশানুরূপ নয়। এই আড়তে আসছে কাঁঠাল, তরমুজ, লিচু, বাঙ্গি, আনারস, তালের শাঁস, পেয়ারা ইত্যাদি। কাঁচা আমও বিক্রি হচ্ছে এখানে। পাকা আম সুলভ হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আসছেন এবং চাহিদা অনুযায়ী পাইকারি দামে ফল কিনে নিয়ে যাচ্ছেন শহরের বিভিন্ন এলাকায়। ছবিগুলো বুধবারের।
বরিশাল থেকে এসেছে তালের শাঁস। ঢাকার যাত্রাবাড়ীর ফলের আড়তে ১০০ তালের শাঁসের পাইকারি দাম ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।
বরিশাল থেকে এসেছে তালের শাঁস। ঢাকার যাত্রাবাড়ীর ফলের আড়তে ১০০ তালের শাঁসের পাইকারি দাম ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।
নালিম বাঙ্গি নামের এই বাঙ্গি আসে মাগুরা থেকে। ১০০ নালিমের দাম ১ হাজার থেকে ১২০০ টাকা।
নালিম বাঙ্গি নামের এই বাঙ্গি আসে মাগুরা থেকে। ১০০ নালিমের দাম ১ হাজার থেকে ১২০০ টাকা।
যশোরের লিচু। ১ হাজার লিচুর পাইকারি দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা।
যশোরের লিচু। ১ হাজার লিচুর পাইকারি দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা।
থাইল্যান্ড থেকে আমদানি করা প্রতিটি তরমুজের পাইকারি দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা।
থাইল্যান্ড থেকে আমদানি করা প্রতিটি তরমুজের পাইকারি দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা।
খাগড়াছড়ি থেকে আসা ১০০ জলডুবি আনারসের পাইকারি দাম ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
খাগড়াছড়ি থেকে আসা ১০০ জলডুবি আনারসের পাইকারি দাম ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
ছোট-বড় পাকা কাঁঠালও এখন বাজারে সুলভ।
ছোট-বড় পাকা কাঁঠালও এখন বাজারে সুলভ।