রংপুরে মহাসড়কে ধান ছিটিয়ে কৃষকের প্রতিবাদ

রংপুর নগরের সাতমাথা এলাকায় ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন, সমাবেশ ও মহাসড়কে ধান ফেলে দেওয়া কর্মসূচি পালিত। সাতমাথা, রংপুর, ১৬ মে। ছবি: মঈনুল ইসলাম
রংপুর নগরের সাতমাথা এলাকায় ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন, সমাবেশ ও মহাসড়কে ধান ফেলে দেওয়া কর্মসূচি পালিত। সাতমাথা, রংপুর, ১৬ মে। ছবি: মঈনুল ইসলাম

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি উদ্যোগে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে নেওয়ার দাবিতে রংপুরে মহাসড়কে ধান ছিটিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে কৃষক সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর নগরের মাহীগঞ্জ সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মহাসড়কে ধান ছিটিয়ে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, সদস্য আবদুস সাত্তার প্রামাণিক, কৃষক আবু তালেব, কৃষক আতোয়ার মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতি বিঘায় ধান উৎপাদনে খরচ পড়ছে ৯ থেকে ১০ হাজার টাকা। আর বিঘাপ্রতি উৎপাদিত ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা। এতে করে প্রতি বিঘায় ধান উৎপাদনে লোকসান প্রায় তিন হাজার টাকা। এতে করে কৃষকদের অবস্থা শোচনীয় পর্যায়ে নেমে এসেছে। তাঁরা আরও বলেন, এক মণ ধানের দামে ধান কাটার একজন শ্রমিককে কাজে নিতে হয়। শ্রমিকের চড়া মজুরির কারণে জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষক। ধারদেনা করে কৃষকদের ধান কেটে ঘরে তুলতে হচ্ছে।