ফালুসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

মোসাদ্দেক আলী ফালু। ফাইল ছবি
মোসাদ্দেক আলী ফালু। ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের ১২৭ শতাংশ জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও ভালুকার সাবেক সাব-রেজিস্ট্রার ফজলার রহমানসহ (বরখাস্ত) ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এ অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে।

অভিযোগপত্র অনুযায়ী অন্য আসামিরা হলেন জমির ভুয়া মালিক ময়মনসিংহের জনৈক রিয়াজ উদ্দিনের স্ত্রী জুবেদা খাতুন, খন্দকার আমিনুর রহমানের স্ত্রী মাজেদা বেগম, মো. খোকা মিয়া, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আকরাম হোসেন (জুয়েল) ও মো. রুহুল আমিন।

এ ঘটনায় ২০১৭ সালে ১৯ অক্টোবর ভালুকা মডেল থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত করেন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. এনামুল হক।

দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, আসামিরা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে ভালুকা উপজেলার পলগাঁও মৌজার এসএ ১২৮৯ দাগের বন বিভাগের গেজেটভুক্ত সরকারি ১২৭ শতাংশ সম্পত্তি আত্মসাৎ করেছেন।