ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল লন্ডভন্ড, নিহত ১

ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো
ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো

আকস্মিক ঝড়ে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামাজের প্যান্ডেল লন্ডভন্ড হয়ে গেছে। এতে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শফিকুল ইসলাম (৩৪)। রাজধানীর পোস্তগোলা এলাকার বাসিন্দা তিনি। ঝড়ের রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে।

প্যান্ডেল ভেঙে পড়ে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো
প্যান্ডেল ভেঙে পড়ে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই ঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ দিকে প্যান্ডেল ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়েন অনেকেই। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তার আগেই চাপা পড়া লোকজনকে উদ্ধার করতে থাকেন প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন। আহত লোকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, প্যান্ডেল ধসে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম শফিকুল ইসলাম। রাজধানীর পোস্তগোলা এলাকার বাসিন্দা তিনি। আহত লোকজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো
ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার প্রথম আলোকে বলেন, প্যান্ডেল ভেঙে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। 

এদিকে শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সময় রাজধানীর উত্তর বাড্ডায় বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—বুলবুল (২৪) ও তপন (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা পথচারী ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে আনা হয়।

আরও পড়ুন: